শাহজাদপুরে ট্রাকের ভেতর চালক-হেলপারের লাশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঘাবাড়ি নৌ-বন্দর এলাকায় একটি ট্রাকের ভেতর চালক ও সহকারীর লাশ পাওয়া গেছে।  

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 01:04 PM
Updated : 20 March 2019, 01:04 PM

বুধবার বিকালে বাঘাবাড়ি ব্রিজের দক্ষিণ পাড়ের চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্রাকের পিছনের অংশ থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।  

নিহত চালক শাহাব উদ্দিন (৫০) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আলামিনপাড়ার শহিদ মিয়ার ছেলে এবং সহকারী ইলিয়াস (২০) নাটোর সদরের শিংহাদহ দক্ষিণ পাড়ার আবুল কালামের ছেলে।

তারা নাটোরের কিষোয়ান এগ্রো লিমিটেডের ট্রাকে কর্মরত ছিলেন।

শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, নাটোর কিষোয়ান এগ্রো প্রাইভেট লিমিটেডের ওই ট্রাকটি (চট্টো মেট্রো-উ-১১-০৮২১) বুধবার ভোর থেকে ঘটনাস্থলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা। ট্রাকে কাউকে না দেখতে পেয়ে বিকালে তারা থানায় খবর দেয়।

“ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের পিছনের বডি থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।”

লাশ সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

ওসি আরও বলেন, ১৬ মার্চ তারা ঢাকা থেকে তেল নিয়ে নাটোরে যাওয়ার জন্য রওনা দেন। ১৮ মার্চ ট্রাকটি নাটোরে পৌঁছার কথা থাকলেও তারা পৌঁছেনি।

“ধারণা করা হচ্ছে ঢাকা থেকে তেল নিয়ে আসার পথে ছিনতাইকারীরা ট্রাকটি নিজেদের নিয়ন্ত্রণে নেয় এবং চালক ও হেলপারকে হত্যার করে ট্রাকে রেখে তেল নিয়ে পালিয়ে গেছে।”