বেনাপোলে আড়াই কেজি স্বর্ণসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত থেকে আড়াই কেজি ওজনের ২০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 12:48 PM
Updated : 20 March 2019, 12:48 PM

বুধবার আমড়াখালী চেকপোস্টে একটি বাস থেকে স্বর্ণের চালানটি আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।

আটক জিকরুল ইসলাম (৪৫) নড়াইল সদরের মঙ্গলপুর গ্রামের মৃত আলেক মোল্লার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহম্মদ সেলিম রেজা বলেন, গোপন সংবাদ পেয়ে সকালে বেনাপোল কোম্পানি সদরের আওতাধীন আমড়াখালী চেকপোস্টে ঢাকা থেকে বেনাপোলগামী 'দেশ ট্রাভেলস' এর একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালানো হয়।

“ওই সময় জিকরুল আলমকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার পাওয়া যায়। এগুলোর ওজন ২ কেজি ৬০০ গ্রাম।”

আটক স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি চৌদ্দ লাখ চল্লিশ হাজার টাকা বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

কর্নেল সেলিম রেজা বলেন, স্বর্ণ পাচারের অভিযোগে মামলা দিয়ে আটক জিকরুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।