রাজশাহীতে আট লাখ জাল টাকাসহ আটক ৪

রাজশাহীতে আট লাখ টাকার জাল নোটসহ চার যুবককে আটক করছে গোয়েন্দা পুলিশ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 11:00 AM
Updated : 20 March 2019, 11:00 AM

মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু আহাম্মদ আল-মামুন জানান, মঙ্গলবার রাতে কাটাখালীর দেওয়ানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

এরা হলেন- রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার সামাউন আলীর ছেলে জনি হাসান (২৪), মাসুদ রানার ছেলে জনি আলী (২৬), পবার হরিয়ান পশ্চিমপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে সুমন রানা (২৭) ও গোদাগাড়ীর ফুলবাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে ইনসান মিয়া (২২)। 

আল-মামুন বলেন, জাল টাকা কেনা-বেচার খবর পেয়ে মহানগর গোয়েন্দা পুলিশের একটি ঘটনাস্থলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।  

“এ সময় তাদের কাছ থেকে আট লাখ ১২ হাজার জাল টাকা পাওয়া যায়। পরে তাদের দেওয়া তথ্যে সুমনের বাড়ি থেকে একটি ল্যাপটপ ও একটি প্রিন্টারসহ জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।”

এ পুলিশ কর্মকর্তা বলেন, “এক লাখ জাল টাকা ১০ হাজারে বিক্রি করতো; যার অধিকাংশই মাদকদ্রব্য কেনা বেচায় ব্যবহার হতো বলে আটকরা স্বীকার করেছে। ”