গাজীপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

নিরাপদ সড়কের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তায় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে শিক্ষার্থীরা।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 10:13 AM
Updated : 20 March 2019, 10:13 AM

বাসন থানার ওসি মুক্তার হোসেন জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, সিটি কলেজসহ আশপাশের কয়েকটি কলেজ থেকে শিক্ষার্থীরা ওই চৌরাস্তায় এসে জড়ো হয়।

প্রথমে তারা রাস্তার মোড়ে বৃত্তাকার হয়ে দাঁড়িয়ে নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ দেখায়। পরে রাস্তায় গিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ঢাকা-ময়মনসিয়হ, ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-জয়দেবপুর সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি মুক্তার বলেন, “নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের সেখান থেকে বুঝিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।”