যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহে গ্রেপ্তার ৪

ময়মনসিংহে ফুলপুরে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 08:06 AM
Updated : 20 March 2019, 09:32 AM

ফুলপুর থানার ওসি বদরুল আলম খান জানান,উপজেলার মইশাকান্দা পূর্ব বাখাই গ্রাম থেকে মঙ্গলবার বিকালে তাদের গ্রেপ্তার করা হয়।

এরা হলেন- ওই গ্রামের গিয়াস উদ্দিন খান, উমেদ আলী, আব্দুল মালেক ও আবু সিদ্দিক।

ওসি জানান, মুক্তিযুদ্ধের সময় এ চারজনের বড়ইকান্দী বধ্যভূমিসহ স্থানীয় বিভিন্ন এলাকায় গণহত্যা চালায় অভিযোগ এনে স্থানীয় আব্দিুল জলিল নামের এক ব্যক্তি ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি ময়মনসিংহের জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি দায়ের করেন।

পরদিন মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে পাঠানো হয়।দীর্ঘ চার বছর তদন্ত শেষে অভিযোগের সত্যতা পায় ট্রাইবুনাল নিযুক্ত তদন্ত কমিটি। 

এ সময়ে কমপক্ষে পাঁচবার বড়ইকান্দী বধ্যভূমিসহ ঘটনাস্থল পরিদর্শন করে ট্রাইবুনাল প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য গ্রহণ করে বলে জানান ওসি।