গাজীপুরে অপহৃত মুফতি উদ্ধার, গ্রেপ্তার ৪

গাজীপুরে এক অপহৃত এক মুফতিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2019, 05:51 PM
Updated : 19 March 2019, 05:51 PM

সোমবার রাতে রাজধানীর লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার গাজীপুর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মহানগর গোয়েন্দা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার রুহুল আমিন সরকার।

গ্রেপ্তাররা হলেন ঢাকার লালবাগ এলাকার শহিদনগরের কামাল হোসেনের ছেলে ইয়াছিন রানা, কামরাঙ্গীরচরের পূর্ব রসূলপুরের মৃত তোফাজ্জল আহম্মেদের ছেলে মো. দীপু, নওগাঁ জেলার কুড়মইর গ্রামের মৃত সাগর বক্স সরকারের ছেলে গোলাম মোস্তফা ও ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বুগাইনগর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আলমগীর।

রুহুল আমিন জানান, গত ১৬ মার্চ রাতে টঙ্গী পশ্চিম থানাধীন আশরাফ সেতুর সামনে থেকে ভুয়া র‌্যাব, ডিজিএফআই ও ডিবি পরিচয় দানকারী কয়েকজন দুর্বৃত্ত নওগাঁর মুফতি মিজানুর রহমান মিজানীকে অপহরণ করে।

“পরে ঢাকার লালবাগ থানা এলাকায় ভিকটিমকে আটক করে ২০ লাখ টাকা মুক্তপণ দাবি করে এবং ভিকটিমের ব্যবহৃত একটি প্রাইভেটকার নিয়ে যায়।”

তিনি বলেন, এ ঘটনায় মুফতি মিজানুর রহমানের স্বজনরা নগরীর টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে গাজীপুর মহানগর গোয়েন্দা বিভাগ অভিযান চালিয়ে চার ব্যক্তিকে আটক করে এবং অপহৃত মিজানুর রহমানকে উদ্ধার করে।