নরসিংদীতে ‘আধিপত্যের বিরোধে’ সংঘাত, গুলিতে নিহত ২

নরসিংদী রায়পুরা উপজেলায় অধিপত্য বিস্তারের বিরোধ নিয়ে সংষর্ষের মধ্যে গুলিতে দুইজন নিহত হয়েছেন; এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2019, 08:52 AM
Updated : 19 March 2019, 09:02 AM

রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) মোজ্জাফর হোসেন জানান, উপজেলার মির্জারচরে মঙ্গলবার ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মির্জারচর ইউনিয়নের বালুচর গ্রামের আরফান মিয়ার ছেলে ইকবাল (২৮) ও মির্জারচর মধ্যপাড়ার রবি মিয়ার ছেলে আমান উল্লাহ (২৪) ।

আহতদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা নরসিংদী সদর হাসপাতাল ও স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পরিদর্শক মোজ্জাফর বলেন, এলাকর আধিপত্য বিস্তার নিয়ে মির্জারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের সঙ্গে ও পরাজিত চেয়ারম্যান ফারুকুল ইসলামের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল।

এ নিয়ে বেশ কয়েকবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়; এক পক্ষ বিরুদ্ধে অন্য পক্ষের মামলাও করেছে। এর জেরে সকালে ফারুকুলের সমর্থকরা মানিকের সমর্থকদের বাড়িঘরে হামলা চালায়।

তিনি বলেন, “এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে মানিকের সমর্থক ইকবাল আর আমানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

নতুন করে সংঘাত এড়াতে এলাকায় বাড়ি পুলিশ মোতায়েন করা হয়েছে এ পুলিশ কর্মকর্তা জানান।

লাশ ময়নাতদন্তের নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।