কক্সবাজারে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার আসামি নিহত

কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মাদক মামলার এক আসামি নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2019, 08:07 AM
Updated : 19 March 2019, 08:08 AM

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মঙ্গলবার ভোরে উপজেলার হাবিরছড়ার পাহাড়ি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন আহমদ (২৫) উপজেলার লম্বাবাজার এলাকার আব্দুল জলিলের ছেলে।

ওসি প্রদীপ বলেন, “মাদক লেনদেনের জন্য লোক জড়ো হয়েছে বলে খবর পেয়ে পুলিশ যায়। ঘটনাস্থলে পৌঁছানোমাত্র মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে।

“পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পুলিশ। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এছাড়া আশপাশে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা, দুটি বন্দুক ও নয়টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি প্রদীপ।

তিনি বলেন, “ইয়াছিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি। মাদক ব্যবসার পাশাপাশি তিনি অর্থপাচারের সঙ্গেও জড়িত। নানা অভিযোগে তার বিরুদ্ধে পাঁচটির বেশি মামলা রয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।