ব্রাহ্মণবাড়িয়ায় ৪০০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্র নির্মাণ শুরু

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে গ্যাসভিত্তিক আরও ৪০০ মেগাওয়াট ক্ষমতার কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 12:15 PM
Updated : 18 March 2019, 12:15 PM

কেন্দ্রের প্রধান প্রকৌশলী প্রকল্প পরিচালক ক্ষিতীশ চন্দ্র বিশ্বাস সোমাবার পাইলিং শুরুর মধ্য দিয়ে উদ্বোধন ঘোষণা করেন।

ক্ষিতীশ জানান, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহযোগিতায় ১৪৭৩ কোটি টাকায় কাজটি করছে চীনের ন্যাশনাল টেকনিক্যাল ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএনটিআইসি) ও চায়না ন্যাশনাল করপোরেশন ফর ওভারসিস কোঅপারেশন কনসোর্টিয়াম (সিসিওইসি)।

চুক্তি অনুযায়ী ২০২১ সালের জুলাই এখানে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলেও তিনি জানান।

ক্ষিতীশচন্দ্র বলেন, বর্তমানে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের আটটি ইউনিট থেকে ১৫৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নতুন শুরু হওয়া প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানে ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

কেন্দ্রটির ঠিকাদারি প্রতিষ্ঠানের বাণিজ্যিক ব্যবস্থাপক জিয়াং লি, সাব ঠিকারদারি প্রতিষ্ঠান ঐশী এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক আলতাব হোসেন, প্রজেক্ট কো-অর্ডিনেটর রেজাউল হোসেন ভূঁইয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।