রাঙামাটিতে ভোটের গোপন কক্ষে ব্যালটসহ সেলফি

রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের গোপন কক্ষে সিল মারা ব্যালট নিয়ে সেলফি তুলে এক ব্যক্তি ফেইসবুকে পোস্ট করেছেন; যা বেআইনি।

রাঙামাটি প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 06:32 AM
Updated : 18 March 2019, 09:44 AM

সোমবার বেলা ১০টা ৫৩ মিনিটে মো. সাইদুল ইসলাম নামে ওই ব্যক্তি ফেইসবুকে তিনটি ছবি পোস্ট করেন।

তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, সিল মারা ব্যালটসহ বুথের ভেতর থেকে তোলা ওই ব্যক্তির সেলফি, আরেকটি সিল মারা ব্যালটের, অন্যটি একজন চেয়ারম্যান প্রার্থীর।

পোস্টে তিনি লিখেছেন, “রাঙামাটি সদর উপজেলা পরিষদ নির্বাচন চলছে। যোগ্য প্রার্থীকে আমি আমার মূল্যবান ভোট দিয়েছি। আপনি দিয়েছেন তো?”

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক এসএম শফি কামাল বলেন, “বুথের ভেতর কেউ কোনো প্রকার ছবি তুলতে পারবে না। এটা অপরাধ। ’

জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান বলেন, “এ বিষয়ে আইনে সুস্পষ্ট নির্দেশনা আছে। গোপন বুথে ছবি তোলা অপরাধ।”

কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫ জেলার ১১৬ উপজেলায় ভোট চলছে। সোমবার সকাল ৮টায় এসব উপজেলার ৭ হাজার ৩৯টি কেন্দ্রে একযোগে ভোট শুরু হয়েছে; একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এসব নির্বাচনী এলাকায় ভোটার রয়েছেন মোট ১ কোটি ৭৯ লাখ ৯ হাজার ৬ জন। নির্বাচনী এলাকায় সোমবার সাধারণ ছুটি। তবে বিএনপিসহ অধিকাংশ রাজনৈতিক দলের বর্জনে প্রথম ধাপের মত দ্বিতীয় ধাপের ভোটেও নির্বাচনের উত্তাপ সেভাবে নেই।