উপজেলা নির্বাচন: ধুনটে পরিবেশ ঠিক করার দাবি প্রার্থীর

বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে পরিবেশ ঠিক করে পরের ধাপে ভোটের দিন রাখার দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী মাছুদুল হক বাচ্চু।

বগুড়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2019, 05:02 PM
Updated : 16 March 2019, 05:05 PM

শনিবার তার উপর ফের হামলার পরিকল্পনার অভিযোগ তুলে তিনি এ দাবি জানান।

এর আগেও তার উপর হামলা হয়েছে বলে অভিযোগ করেন বাচ্চু।

মাছুদুল হক বাচ্চু সাংবাদিকদের বলেন, দুপুরে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার অফিসে নির্বাচনে গাড়ি ব্যবহারের অনুমতির আবেদন নিয়ে যান তিনি।

অফিসে বসে থাকা অবস্হায় কয়েকজন লোক গিয়ে তাকে বাইরে যেতে নিষেধ করেন এবং বাইরে গেলেই তিনি হামলার শিকার হবেন বলে ওই লোক তাকে সাবধান করেন, বলেন বাচ্চু।

বাচ্চু বলেন, “আমি থানার ওসিকে ফোন দেই। ওসি একজন দারোগা পাঠান। তিনিও বিষয়টির সত্যতা পেলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পরে নির্বাহী কর্মকর্তা বিজিবি ডেকে আমাকে নিরাপদে বাড়ি যেতে সহযোগিতা করেন।”

প্রতিদিন শ শ মোটর সাইকেল মহড়া, ভয়ভীতি দেখিয়ে ভোটরদের ভোট কেন্দ্রবিমুখ করছে বলে বাচ্চুর অভিযোগ।

“স্বতন্ত্র প্রার্থী ভোটে দাঁড়িয়ে ইসিকে সহযোগিতা করছি। বিরোধী জোট বর্জন করায় এমনিতেই ভোটার কম আসার কথা বলছে। এ রকম পরিস্থিতি থাকলে ভোটার আরও আসবে না।”

বাচ্চুর অভিযোগ, “গত ৬ ফেব্রয়ারি ভোটের পোস্টার লাগানোর সময় ধুনটে আমাকে যারা মারপিট করেছিল তারাই আজ এটা করল। প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ। ধুনটের নির্বাচনের পরিবেশ ঠিক করে পরের ধাপে নির্বাচন দিন।”

অভিযোগ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা বলেন, “পরিস্থিতি দেখে বিজিবি ডেকে মাসুদুল হক বাচ্চুকে নিরাপদে পাঠিয়ে দিয়েছি।”

এ বিষয়ে ধুনট থানার ওসিকে ফোন দিলে তিনি ফোন ধরেননি।