ঠাকুরগাঁওয়ে ১৫ হাজার ভুট্টা গাছ কেটেছে ‘প্রতিবেশী’

‘জমির বিরোধের জেরে’ ঠাকুরগাঁও সদরে এক কৃষকের ১৫ হাজার ভুট্টা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2019, 01:40 PM
Updated : 16 March 2019, 01:40 PM

উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

শনিবার ওই ভুট্টা ক্ষেতের মালিক নেংকু মোহাম্মদ বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে ঠাকুরগাঁও সদর থানার ওসি আশিকুর রহমান জানিয়েছেন।

অভিযোগে স্থানীয় বাদামু মোহাম্মদসহ সাতজনের নাম উল্লেখ করা হয়।

বাদী নেংকু মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দীর্ঘদিন ধরে বাড়ির পাশে ১০ কাঠা জমিতে বিভিন্ন ফসল আবাদ করে আসছিলেন। সর্বশেষ ওই জমিতে ভুট্টা রোপন করেছিলেন।

“শুক্রবার গভীর রাতে প্রতিবেশী বাদামু মোহাম্মদসহ কয়েকজন লোক আমার ভুট্টা ক্ষেতে ঢুকে প্রায় ১৫ হাজার ভুট্টা গাছ কেটে ফেলেছে।”

নেংকু মোহাম্মদ বলেন, প্রতিবেশী বাদামু মোহাম্মদের সঙ্গে তার জমি নিয়ে বিরোধ রয়েছে। তাই বাদামু তার ভুট্টা ক্ষেত কেটে দিয়েছেন।

ওসি আশিকুর রহমান বলেন, তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে বাদামু মোহাম্মদ বলেন, “আমি কোনো ভুট্টা গাছ কাটিনি।”