টাঙ্গাইলে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে দোকানে আগুন

টাঙ্গাইল শহরে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে আগুন লেগে একটি মোটর পার্টসের দোকানের মালপত্র পুড়ে গেছে।

টাঙ্গাইল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2019, 05:32 PM
Updated : 15 March 2019, 05:32 PM

জেলা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল রানা জানান, শহরের পুরাতন বাসস্ট্যান্ডের পৌর সুপার মার্কেটে শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মামুন মোটর্স নামে একটি দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল বলেন, তারা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে যান। তারপর দোকানের শাটার কেটে আগুন নিয়ন্ত্রণ করেন।

“ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শক সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।”

প্রত্যক্ষদর্শী মাসুদ জানান, তারা মার্কেটের পাশে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ ধোঁয়া বের হতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেন।

দোকান মালিক মো. শামীম আল মামুন বলেন, “ভাই আমি শেষ। আমার যা ছিল সব শেষ হয়ে গেল। কিভাবে আগুন লাগল তা জানি না। শুক্রবার মার্কেট বন্ধ ছিল। কিভাবে কী হয়ে গেল আমি বলতে পারব না। এখন আমি নিঃস্ব।”