টেকনাফে ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে চার লাখ ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2019, 07:02 AM
Updated : 14 March 2019, 07:02 AM

বৃহস্পতিবার ভোরে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উপকূলবর্তী সাগরে এ অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার রায়হান তারিক জানান।

তবে এ সময় তারা কাউকে আটক করতে পারেননি।

তারিক বলেন, সেন্টমার্টিন উপকূলবর্তী গভীর সাগরে মিয়ানমার দিক থেকে আসা একটি ট্রলার জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে।

“এ সময় কোস্টগার্ডের একটি টহলদল ট্রলারটিকে থামার নির্দেশ দিলে এর লোকজন পলিথিন মোড়ানো মাঝারি আকারের একটি বস্তা পানিতে ফেলে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।” 

পরে ওই বস্তা খুলে ৪ লাখ ৫৫ হাজার ইয়াবা পাওয়া যায় বলে এ কোস্টগার্ড কর্মকর্তা জানান। 

উদ্ধার করা ইয়াবাগুলো কোস্টগার্ড টেকনাফ স্টেশন অফিসে রাখা হয়েছে।