শেরপুরে আশরাফ হত্যা: একজনের যাবজ্জীবন

শেরপুরে কৃষক আশরাফ আলী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

শেরপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 01:59 PM
Updated : 11 March 2019, 01:59 PM

সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোছলেহ উদ্দিন এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামুন মিয়া শেরপুর সদরের জঙ্গলদীর সৈয়দ আলীর ছেলে।

ওই আদালতের এপিপি মঞ্জুরুল ইসলাম বলেন, শেরপুর সদর উপজেলার জঙ্গলদী মায়ারবাড়ী গ্রামের আশরাফ আলীর সঙ্গে একই গ্রামের মামুন মিয়ার বাবা সৈয়দ আলীর পূর্ববিবাদ ছিল।

এর জের ধরে ২০১৬ সালের ১০ জুলাই বিকেলে সৈয়দ আলী তার দলবলসহ আশরাফ আলীর বাড়িতে হাজির হলে কথাকাটাকাটি হয় বলে এপিপি জানান।

এক পর্যায়ে সৈয়দ আলীর ছেলে মামুন মিয়া হাতে থাকা বল্লম দিয়ে আশরাফের বুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। দুইদিন পর চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আশরাফের মৃত্যু হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

এ ঘটনায় নিহতের স্ত্রী কাঞ্চন খাতুন বাদী হয়ে ২৪ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সদর থানার ওই সময়ের এসআই জীবন চন্দ্র বর্মন তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেন।