কক্সবাজারে আগুনে পুড়ল ২০০ দোকানপাট

কক্সবাজারের মহেশখালীতে ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট’ থেকে আগুন লেগে তিনটি বাড়িসহ প্রায় দুই শ দোকানপাট পুড়ে গেছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 11:52 AM
Updated : 11 March 2019, 12:51 PM

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, সোমবার সকাল ৮টার দিকে বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি প্রভাষ দোকানিদের বরাতে বলেন, “সকালে নতুন বাজারে একটি ট্রান্সফর্মারে বৈদ্যুতিক শর্ট হয়ে আগুন ধরে মুহূর্তে ছড়িয়ে পড়ে বলে প্রাথমিকভাবে জানা গেছে।”

খবর পেয়ে মহেশখালী ফায়ার সার্ভিস ইফনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে চকরিয়া ফায়ার সার্ভিস ইউনিট যোগ দেয়।

ওসি প্রভাষ বলেন, “প্রায় চার ঘণ্টার চেষ্টায় স্থানীয়দের সহায়তায় ফায়ার সাভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।”

আগুন নিয়ন্ত্রণে আনার ঘণ্টাখানেক পর বেলা ১টার দিকে বাজারের পাশের তিনটি বাড়ি আগুন লেগে পুড়ে যায় বলে জানান ওসি প্রভাষ।

তিনি বলেন, আগুনে পুড়েছে ৫৩টি কাপড়ের দোকান, ১০টি পলেথিনের দোকান, ১৮টি মুদিদোকান, ১২টি খাবারের রেস্তোরাঁ ও চায়ের দোকান, ১৬টি জুতা-স্যান্ডেলের দোকান, ২৭টি চাউলের দোকান, ৪টি কলার আড়ত, ১৪টি মোবাইল ও কম্পিউটার সামগ্রীর দোকান, ১২টি কসমেটিকসের দোকান, ১১টি প্লাস্টিক ও ক্রোকারিজ দোকান, ৭টি ব্যবসায়িক ও ব্যক্তিগত অফিসঘর, ৭টি টেইলারিং দোকান, ৮টি ফার্মেসি ও ২টি ফলের দোকান।

“সংশ্লিষ্টরা প্রাথমিকভাবে ধারণা করছেন, আগুনে ৫ থেকে ১০ কোটি টাকারক্ষতি হয়েছে।”