আশুলিয়ায় পোশাক শ্রমিক হত্যার ‘হোতা’ গ্রেপ্তার

সাভারের আশুলিয়ায় বিভিন্ন মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে; যাকে পোশাক কারখানার এক শ্রমিক হত্যার হোতা বলে দাবি করছে পুলিশ।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 09:07 AM
Updated : 11 March 2019, 09:09 AM

ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি আবুল বাসার জানান, ভাদাইল এলাকার একটি বাড়ি থেকে রোববার গভীর রাতে আহসানুল হক ওরফে বাপ্পীকে (২৮) গ্রেপ্তার করা হয়।

বাপ্পী সাতক্ষীরা জেলার দেওহাটা থানার পারুলিয়া গ্রামের রমজান আলী মোল্লার ছেলে।

পুলিশের দাবি, বাপ্পী ‘ছদ্মনাম’ ব্যবহার করে দীর্ঘদিন ধরে আশুলিয়া এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছিল।তার বিরুদ্ধে আশুলিয়াসহ বিভিন্ন থানায় হত্যা, মাদক ও ছিনতাইয়ের অভিযোগে ৮-৯টি মামলা রয়েছে।

ওসি বলেন, গত ১৫ ফেব্রুয়ারি শুক্রবার রাতে আশুলিয়ার শিমুলতলা এলাকায় এনভয় গ্রুপের শ্রমিক ২৭ বছর বয়সী রাসেল খানকে সন্ত্রাসীরা গুলি করে হত্য করে।

এ ঘটনায় বাপ্পীকে প্রধান আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত করতে গিয়ে ভাদাইল এলাকায় বাপ্পীর অবস্থানের খবর পায় পুলিশ।

পরে গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

তিনি বলেন, “বাপ্পীর বাড়িতে তল্লাশি চালানো হলে একটি পিস্তল, চার রাউন্ড গুলি, পাঁচশ গ্রাম গান পাউডার ও দুই হাজার ইয়াবা পাওয়া যায়।”

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেলকে হত্যার কথা বাপ্পী স্বীকার করেছে বলে ওসি জানান।