সিরাজগঞ্জে ‘হাতকড়াসহ পালানোর সময়’ হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাতকড়াসহ পালানোর সময় হত্যা মামলার এক আসামি গুলিবিদ্ধ হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 08:58 AM
Updated : 11 March 2019, 09:09 AM

আহত রিপন শেখ সদর উপজেলার বাঐতারা গ্রামের ফরিদ শেখের ছেলে। পিরন অটোরিকশা চালাতেন।

উল্লাপাড়া থানার এসআই আব্দুল মতিন বলেন, “গ্রেপ্তারের পর রিপনকে নিয়ে রোববার গভীর রাতে টিমটি পুকুরপাড় এলাকায় একটি হত্যা মামলার আসামি ধরতে যায় পুলিশ। রিপন হাতকড়াসহ পালানোর চেষ্টা করেন। পুলিশ পেছন থেকে গুলি করলে তার হাঁটুতে লাগে।”

রাতেই তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় জানিয়ে তিনি বলেন, “এর আগে শনিবার রাতে উপজেলার মনিরপুর এলাকায় তারা তালুকদার নামে এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যার পর ভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করেন রিপনসহ চার ছিনতাইকারী।

“কিন্তু স্থানীয়রা রিপনসহ দুজনকে পিটুনি দেয়। এ সময় অন্য দুইজন পালিয়ে গেলেও রিপন ও ১৬ বছরের এক কিশোর ধরা পড়ে।”

তারা তালুকদারকে খুনের অভিযোগে রিপনসহ কয়েকজনের নামে হত্যা মামলা হয়েছে বলে তিনি জানান।

উল্লাপাড়া থানার ওসি দেওয়ান কওশিক আহমেদ বলেন, “রিপনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক হত্যা ও ডাকাতির মামলা রয়েছে।”