উপজেলা নির্বাচন: পঞ্চগড়ে ৪ আ. লীগ, ১ স্বতন্ত্র

পঞ্চগড়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের।

পঞ্চগড় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2019, 04:51 PM
Updated : 10 March 2019, 04:54 PM

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ গোলাম আযম ও আশ্রাফুল আলম রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এর আগে রাতে স্ব-স্ব উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তারা ভোটের ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী সদর উপজেলায় আওয়ামী লীগের আমিরুল ইসলাম, তেঁতুলিয়ায় কাজী মাহমুদুর রহমান ডাবলু ও আটোয়ারীতে তৌহিদুল ইসলাম চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।

তৌহিদুল ইসলাম (বামে) ও ফারুক আলম টবি

দেবীগঞ্জ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) আব্দুল মালেক চিশতী বিজয়ী হন।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বোদা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক ফারুক আলম টবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

প্রথম ধাপে ৮৭টি উপজেলায় নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। তার মধ্যে আদালতের আদেশে তিনটি ও কমিশন তিনটি উপজেলার ভোট স্থগিত করে। এছাড়া তিনটি উপজেলার সব পদে একক প্রার্থী থাকায় সেখানে ভোটের প্রয়োজন পড়েনি। ফলে ৭৮টি উপজেলায় ভোট হয়।