চাচাত বোনের বিয়ে স্থগিত, শাহজালালের পরিবারে মাতম

চাচাত বোনের বিয়েতে যাওয়ার পথে ঢাকার সদরঘাটে লঞ্চের ধাক্কায় শাহজালাল পরিবারের সদস্যদের নিখোঁজের পর থেকে তাদের শরীয়তপুরের বাড়িতে আনন্দের বদলে চলছে শোকের মাতম।

কে এম রায়হান কবীর শরীয়তপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2019, 03:42 PM
Updated : 8 March 2019, 03:43 PM

স্থগিত করা হয়েছে বিয়ে। পরিবারের সদস্যরা অনেক গিয়ে অপেক্ষা করছেন সদরঘাটে বুড়িগঙ্গার তীরে।

শাহজালালের বাবা শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া এলাকার মহসিন চোকদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা বিয়ে স্থগিত করেছেন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে একটি লঞ্চ ঘাট ছেড়ে যাওয়ার সময় ঢেউয়ের তোড়ে নৌকা উল্টে নিখোঁজ হন শাহজালালের পরিবারের পাঁচজনসহ মোট ছয়জন। লঞ্চের প্রপেলারে কাটা পড়ে শাহজালালের দুই পা। তাকে ঢাকার অর্থপেডিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভাবের সংসারে ছোটবেলা থেকেই তার ছেলে শাহজালাল ঢাকায় দর্জির কাজ করেন।

“এখন বৌমা আর নাতনি দুইজনের খোঁজ পাচ্ছি না। ছেলেটার দুইটা পা বিচ্ছিন্ন হইয়া গেছে। আল্লাহ কেন এত বড় বিপদ দিল আমারে।”

সরেজমিনে দেখা গেছে, বিয়েবাড়িতে আনন্দের পরিবর্তে চলছে শোকের মাতম। অনেক স্বজন নিখোঁজদের সন্ধানে ঢাকায় বুড়িগঙ্গার তীরে ছুটে গেছেন। আর শাহজালালের চাচাত বোন খাদিজার বিয়ের অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

সখিপুর থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু মণ্ডল জানান, ঘটনাটি তারা শুনেছেন। সে অনুযায়ী খোঁজখবর নেওয়ার চেষ্টা করছেন তারা।

ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহম্মেদ বলেন, “বেদনাদায়ক এ ঘটনায় উপজেলা প্রশাসন সার্বক্ষণিকভাবে শোকাহত পরিবারগুলোর পাশে থাকবে। সরকারি সংস্থাগুলো নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে কাজ করছে।”