নিরাপদ খাদ্য নিশ্চিত করবে সরকার: খাদ্যমন্ত্রী

এ সরকারের মেয়াদে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

নওগাঁ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2019, 06:04 PM
Updated : 7 March 2019, 06:04 PM

বৃহস্পতিবার নওগাঁয় তিনি বলেন, “আগামী ৫ বছরে অর্থাৎ বর্তমান সরকারের এই মেয়াদের মধ্যে বাংলাদেশের সর্বস্তরে পুষ্টিকর ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর।”

এই মেয়াদে বাংলাদেশ অবশ্যই নিরাপদ খাদ্যের দেশ হিসেবে পরিচিতি লাভ করবে বলে এবং সেই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে বলে তিনি মন্তব্য করেন।

“কারন আমরা জানি দেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন করেছে; কিন্তু নিরাপদ খাদ্যে পিছিয়ে রয়েছি।”

এই লক্ষ্য অর্জনে যার যার অবস্থান থেকে জনগণকে সচেতন করার দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।  

দুপুরে নওগাঁয় আয়োজিত ‘নিরাপদ খাদ্য আইন ২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মন্ত্রী।

নিরাপদ খাদ্য কর্ত্তৃপক্ষ এবং জেলা প্রশাসন নওগাঁ আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্ত্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আরিফুর রহমান অপু এবং পুলিশ সুপার ইকবাল হোসেন।

কর্মশালায় ভোক্তা, সুশীল সমাজের সদস্য, এনজিও কর্মী, শিক্ষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

নিরাপদ খাদ্য নিশ্চিত এবং এই আইন বাস্তবায়ন করতে জনগণকে সচেতন করার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও নিরাপদ খাদ্য কর্ত্তৃপক্ষের সদস্য ইকবাল রউফ মামুন, নিরাপদ খাদ্য কর্ত্তৃপক্ষের সদস্য বিজ্ঞানী মঞ্জুর মোরশেদ আহম্মেদ এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাউ) জাতীয় পরামর্শক ইমরুল হাসান।