অর্থ আত্মসাতের দায়ে ব্যাংক কর্মকর্তা দণ্ডিত

প্রায় ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক এক কর্মকর্তাকে জেল-জরিমানা করেছে আদালত।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2019, 05:14 PM
Updated : 7 March 2019, 05:14 PM

বৃহস্পতিবার যশোরের বিশেষ জজ ফারুক হোসেন এই রায় দেন।

রায়ে মনিরুজ্জামান নামের সাবেক ওই কর্মকর্তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ১৬ লাখ ৪৯ হাজার ৪৮০ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডিত মনিরুজ্জামান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যশোর আরএন রোড শাখার সাবেক জুনিয়র অফিসার (ক্যাশ ইনচার্জ)।

তিনি কুষ্টিয়ার কুমারখালি উপজেলার গোগরা চাঁদপুর গ্রামের মীর মর্তুজা আলীর ছেলে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী পাবলিক প্রসিকিউটর সিরাজুল ইসলাম বলেন, ২০১৪ সালের ১০ মার্চ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের যশোর আরএন রোড শাখায় কর্মরত জুনিয়র অফিসার মনিরুজ্জামানসহ দুইজনের বিরুদ্ধে ২৪ লাখ ৬৯ হাজার ৪৮০ টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়।

মামলার বাদী ছিলেন ওই ব্যাংকের শাখা ব্যবস্থাপক মিজানুর রহমান।

“মামলা করার পর ওই বছরের ১২ মার্চ তিনি ৮ লাখ ২০ হাজার টাকা ফেরত দেন।”

সিরাজুল ইসলাম বলেন, ২০১৬ সালের ১৭ অগাস্ট মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগপত্র দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ।