চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ‘৮ কোটি’ টাকার মাদক ধ্বংস

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময় আটক প্রায় আট কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2019, 08:44 AM
Updated : 5 March 2019, 08:44 AM

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বারঘোরিয়ায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পাশে মাঠে এসব ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য ধংস কার্যক্রম উদ্বোধন করেন বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মুশফিকুর রহমান মাসুম।

তিনি বলেন, ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ২৫৩৯ বোতল বিদেশি মদ, ৫৪ হাজার ২৩২ বোতল ফেন্সিডিল, ২২ কেজি ৩৯০ গ্রাম হেরোইন, ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজা, ২৭ হাজার ৫০২টি ইয়াবা, ৩৬৯টি নেশাজাতীয় ট্যাবলেট, ১৬৪৫টি নেশাজাতীয় ইঞ্জেকশন ইত্যাদি।

“এগুলোর বাজার দর প্রায় আট কোটি টাকা।”

জেলা প্রশাসক এজেডএম নূরুল হক, ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট সাজ্জাদ সারোয়ার, পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম অনুষ্ঠানে ছিলেন।