আশুলিয়ায় সুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে

ঢাকার আশুলিয়ায় সোয়েটার কারখানার সুতার গুদামে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2019, 05:56 PM
Updated : 4 March 2019, 05:56 PM

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তারা আব্দুল হামিদ মিয়া জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় রাত ৯টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে আশুলিয়ার বাইপাইলের করিম সুপার মার্কেটের বেইমেন্টে ‘আনজির অ্যাপারেলস লিমিটেড’ কারখানার সুতার গুদামে আগুন ধরে।

ফায়ার সার্ভিস জানায়, চারতলা ভবনের দুই তলা থেকে চারতলা পর্যন্ত কারখানা। আর বেইমেন্টে সুতার গুদাম। একতলায় রয়েছে কিছু দোকানপাট। তারমধ্যে কেমিক্যালের দোকানও রয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, খবর পেয়ে প্রথমে ডিইপিজেড ও পরে সাভার, আশুলিয়া ও ধামরাই ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে।

“সরু গলি হওয়ায় কাজ করার মতো পযাপ্ত যায়গা না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে ফায়ার সার্ভিস সদস্যদের।”

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আবার অনেকেই বলছে গুদামের পাশে একটি খাবার হোটেলের রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত।

তবে তদন্ত না করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ বলা যাচ্ছে না বলেও জানান তিনি।

আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাবে না বলে তিনি জানান।