মৌলভীবাজারে হত্যা মামলায় রাজমিস্ত্রির যাবজ্জীবন

মৌলভীবাজারে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2019, 04:03 PM
Updated : 4 March 2019, 04:03 PM

সোমবার জেলা ও দায়রা জজ শেখ মোহাম্মদ আবু তাহের আসামির উপস্থিতিতে এই রায় দেন।

রায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।   

দণ্ডিত সাব্বির মিয়া (বর্তমান বয়স ৩০ বছর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কানাইদাসী গ্রামের বাসিন্দা। পেশায় রাজমিস্ত্রী ছিলেন তিনি।

মৌলভীবাজার জজ আদালতের পিপি এ এস এম আজাদুর রহমান বলেন, কানাইদাসী গ্রামের জসীম উদ্দিন (২০) রাজমিস্ত্রীর যোগালির কাজ করতেন। ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি তিনি সাব্বির মিয়ার অধীনে রাজমিস্ত্রির যোগালির কাজ ছেড়ে অন্যজনের সঙ্গে যোগ দেন।

“এ নিয়ে গ্রামে সাব্বির মিয়ার সঙ্গে জসীমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাব্বির ধারালো অস্ত্র দিয়ে জসীমের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হলে জসিমকে কমলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এই ঘটনায় জসীদের বাবা ইয়াছিন মিয়া (৫০) বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।