নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার ৬ দিন পর

ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজ এক কিশোর ভ্যানচালকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2019, 05:10 PM
Updated : 2 March 2019, 05:10 PM

শনিবার সদরপুরের ভাষানচর ইউনিয়নের শৈলডুবি গ্রামের মজুমদারের বাজারের পাশে একটি সরষে ক্ষেতে তার লাশ পাওয়া যায়।

নিহত কামরুল হাসান (১৫) সদরপুরের কৃষ্ণপুর ইউনিয়নের ঠেঙ্গামারী গ্রামের মৃত ইছহাক তালুকদারের ছেলে।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে কামরুল নিখোঁজ ছিলেন। ওইদিনই কামরুলের মা আছমা বেগম সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগের বরাত দিয়ে সদরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার বলেন, ২৪ ফেব্রুয়ারি সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে কামরুল সারাদিন বাড়ি ফেরেননি। বিকালে স্বজনরা তাকে খুঁজতে বের হন।

স্বজনের আহাজারি

পরিদর্শক বলেন, খোঁজাখুঁজির এক পর্যায়ে গ্রামের লোকজন কামরুলের ভ্যানটি এলাকার হান্নান মাতুব্বরকে (২৮) চালাতে দেখে তাকে আটক করে। এরপর হান্নানের দেওয়া তথ্যমতে পুলিশ নিজগ্রামের জাকির খাঁকে (৩৫) আটক করে। 

ওই রাতে হান্নান মাতুব্বর, জাকির খাঁ ও বিল গোবিন্দপুর গ্রামের মো. বাবলুকে (৩২) আসামি করে কামরুলের মা থানায় অভিযোগ দায়ের করেন। প্রথম দুজন আটক থাকলেও বাবলু পলাতক বলে পরিদর্শক সুব্রত জানান।

তিনি বলেন, “জিজ্ঞাসাবাদের তাদের দেওয়া তথ্যমতে লাশ উদ্ধার করা হয়েছে।”

প্রথমদিকে তারা কোনো তথ্য দিতে চায়নি; এ কারণে লাশ উদ্ধারে দেরি হয়েছে বলে জানান পরিদর্শক সুব্রত।

মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।