কুষ্টিয়ায় ‘ডাকাতির প্রস্তুতিকালে’ আটক ৩

কুষ্টিয়ায় ডাকাতির প্রস্তুতির সময় অস্ত্রসহ তিন জনকে আটকের খবর জানিয়েছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2019, 10:22 AM
Updated : 1 March 2019, 10:22 AM

বৃহস্পতিবার রাত ২টার দিকে সদর উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের হাউজিং এলাকা থেকে তাদের আটক করা হয় বলে কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় কুমার জানান।

আটকরা হলো- হাউজিং সি-ব্লকের আবুল কালাম আজাদের ছেলে শৈশব আহমেদ তূর্য (১৯), পূর্ব মজমপুর সকাল-সন্ধ্যা গলির মন্টু মৃধার ছেলে শামসুর রহমান মৃধা সুমন ওরফে কারী (২৪) এবং আমলাপাড়ার রাকিবুল হাসানের ছেলে সাইম রহমান জীবন (২০)।

তাদের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করেছে পুলিশ।

পরিদশরক সঞ্জয় বলেন, হাউজিং এলাকার কোনো বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে ডাকাতদের অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ।

“সেখান থেকে একটি এলজি বন্দুক, ছয় রাউন্ড গুলি ও দুটি ধারালো দেশি অস্ত্র অস্ত্রসহ তিনজনকে জনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে হাউজিং এলাকা এবং শহরের মজমপুর থেকে ছিনতাই করা দুটি মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ।”

আটকদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।