সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা ফিরেছেন

বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনে আটকা পড়া অন্তত দেড় হাজার পর্যটক কক্সবাজার ফিরে এসেছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2019, 04:40 PM
Updated : 28 Feb 2019, 04:41 PM

টেকনাফের ইউএনও রবিউল হাসান জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার মধ্যেই চারটি জাহাজ আটকা পড়া পর্যটকদের নিয়ে টেকনাফ ফিরেছে।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে টেকনাফ থেকে চারটি জাহাজ সেন্টমার্টিন রওনা দেয়।  

পর্যটকদের নিয়ে বিকাল ৩টায় সেন্টমার্টিন জেটিঘাট থেকে বে-ক্রুজ, এলসিটি কুতুবদিয়া, কেয়ারী সিন্দাবাদ ও এসটি কাজল নামের জাহাজগুলো টেকনাফের উদ্দেশে রওনা দেয় জানান নুর আহমদ।

“জাহাজগুলোতে করে ৫০ জনের একদল পর্যটকও দ্বীপে বেড়াতে আসেন। তারা আগামী দুইদিন সেন্টমার্টিন অবস্থান করবেন। এছাড়া দ্বীপে আর কোনো পর্যটক আটকা নেই।”

বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার সেন্টমার্টিন বেড়াতে যাওয়া এই পর্যটকরা আটকা পড়েছিলেন।

ইউএনও রবিউল হাসান জানান, গত সোমবার থেকে কক্সবাজারসহ দেশের সব সমুদ্র উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়।বৃহস্পতিবারও তা অব্যাহত থাকে। এ কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল।