জয়পুরহাটে কৃষক হত্যার দায়ে ৪ জনের যাবজ্জীবন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক কৃষককে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন দিয়েছে আদালত।

জয়পুরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2019, 11:14 AM
Updated : 28 Feb 2019, 11:14 AM

জয়পুরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম মমতাজ পারভীন বৃহস্পতিবার তিন বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন ওই উপজেলার গোলাহার গ্রামের আনিছুর রহমান (৩৪), শাবলু খান (২৯), রমজান আলী (৪২) ও সোহেল রানা (২৭)।

২০১৬ সালের ৮ এপ্রিল ওই গ্রামের কৃষক দুলাল হত্যা মামলায় আদালত এই রায় দেয়।

জজ আদালতের পিপি নৃপেন্দ্রনাথ মণ্ডল মামলার নথির বরাতে বলেন, ২০১৬ সালের ৮ এপ্রিল গোলাহার গ্রামের দুলাল তালুকদারকে তার নিজের বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় ওই দিনই তার বড় ভাই জাহাঙ্গীর তালুকদার থানায় মামলা করেন। এর তিন মাস পর পুলিশ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

“সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত চারজনকে যাবজ্জীবন ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করে।”

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নৃপেন্দ্রনাথ মণ্ডল। আসামিপক্ষের আইনজীবী ছিলেন এ ই এম খলিলুর রহমান।