ঝিনাইদহে মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন

ঝিনাইদহে দুটি মাদক মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2019, 09:48 AM
Updated : 28 Feb 2019, 09:48 AM

বৃহস্পতিবার ঝিনাইদহ বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক অতিরিক্ত জেলা জজ গোলাম আজম এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন- কালীগঞ্জ উপজেলার কাশিপুর গ্রামের আব্দুর রবের ছেলে মিজানুর রহমান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর গ্রামের আবুল হোসেনেরে ছেলে শাহাদত হোসেন ও জীবননগর উপজেলার উথলী গ্রামের ফরহাদ খোন্দকারের ছেলে জয়নাল আবেদীন। রায় ঘেষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে বলা হয়, ২০১২ সালের ৩০ ডিসেম্বর মিজানুরের বাড়ি থেকে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদি হয়ে কালীগঞ্জ থানায় মামলা করে।

তদন্ত শেষে পুলিশ মিজানুরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যপ্রমাণে দোষী হওয়ায় তাকে বিচারক তাকে যাবজ্জীবনের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দেন।

২০১৩ সালের ৫ এপ্রিল শৈলকুপা থানার পুলিশ মালিথিয়া গ্রাম থেকে শাহাদত ও জয়নালকে ৩০০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ ঘটনায় দায়ের করা মামলা তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়।

আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

এছাড়া একই আদালতে আরেক মাদক মামলায় তিনজনকে ১৪ বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে।

এরা হলেন- চুয়াডাঙ্গা শহরের পুরাতন হাসপাতাল পাড়ার ইদ্রিস আলীর ছেলে মাজেদুল ইসলাম ওরফে মজিদ, দামুড়হুদা উপজেলার কলাবাড়িয়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে আনিছুর রহমান ও মহেশপুর উপজেলার জলুলী গ্রামের আব্দুল মান্নানের ছেলে মাসুদ রানা।

রায় ঘোষণার সময় মাসুদ উপস্থিত ছিলেন; বাকিরা পলাতক রয়েছে।