নেত্রকোণায় চুরি যাওয়া নবজাতক উদ্ধার

নেত্রকোণায় হাসপাতাল থেকে চারদিন আগে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2019, 08:45 AM
Updated : 28 Feb 2019, 08:46 AM

নেত্রকোণা মডেল থানার ওসি বোরহান উদ্দিন খান জানান, বৃহস্পতিবার সকালে শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে বাচ্চাটিকে তারা উদ্ধার করেন।

গত রোববার সকালে বগুড়া সদর হাসপাতাল থেকে বাচ্চাটি চুরি হয়।ওই দিনই বাচ্চাটির বাবা নেত্রকোণা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ওসি বলেন, ঘটনার দিন নেত্রকোণার আটপাড়া উপজেলার পাঁচগজ গ্রামের আবুল কাশেম নিজের চিকিৎসার জন্য মা, স্ত্রী ও ১১ দিনের নবজাতককে নিয়ে হাসপাতালে যান।লেবার ওয়ার্ডের বাইরে শিশুটিকে তার দাদি জায়েদা আক্তারের কাছে রেখে যান তার মা।জায়েদা শিশুটিকে কোলে নিয়ে ওই ওয়ার্ডের সামনেই দাঁড়িয়ে ছিলেন।

“এ সময় বোরকা পরা এক নারী জায়েদার কাছে গিয়ে শিশুটিকে আদর করে তার কোলে নেন।কিছুক্ষণ পর কৌঁশলে শিশুটিকে পালিয়ে যান ওই নারী।”

পরে গোপনে খবর পেয়ে শিশুটিকে উদ্ধার এবং এক নারীসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয় বলে ওসি জানান।