ফরিদপুরের স্কুলে ৫ শতাধিক শিক্ষকের পদ শূন্য

ফরিদপুরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঁচ শতাধিক শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে বলে শিক্ষকরা জানিয়েছেন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2019, 08:22 AM
Updated : 28 Feb 2019, 08:28 AM

এছাড়া জেলার চরাঞ্চলের বিভিন্ন স্কুলের শিক্ষকরা নিয়মিত দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ এসেছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তৌহিদুল ইসলাম জানান, ফরিদপুরে ৮৮৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৭৩টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য। সেখানে সহকারী প্রধান শিক্ষকরা এ পদে দ্বায়িত্ব পালন করছেন। এছাড়া সহকারী শিক্ষকের ৪৩২টি পদ শূন্য রয়েছে।

ভাঙ্গা ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নারগিস আক্তার বলেন, এ বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ ১২টি পদ রয়েছে। প্রধান শিক্ষক বদলি হয়ে যাওয়ায় পদটি শূন্য রয়েছে।

এছাড়া কোনো শিক্ষক প্রশিক্ষণে গেলে বা ছুটি নিলে বা দাপ্তরিক কাজে স্কুলের বাইরে গেলে পাঠদান ব্যাহত হয় বলে তিনি জানান।

সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের ১৯ নম্বর টেপুরাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম বলেন, কোনো শিক্ষক দাপ্তরিক বা ব্যক্তিগত কাজের কারণে আসতে না পারলে পাঠদান ব্যাহত হয়।

এ ইউনিয়নের ১৮ নম্বর চরটেপুরা স্কুলের জন্য জমি দিয়েছেন ওই এলাকার হোসেন আলী।

তিনি বলেন, “চরাঞ্চলের স্কুলের শিক্ষকরা ঠিকমত দায়িত্ব পালন করনে না। যাতায়াত সমস্যাসহ নানা কারণে তারা স্কুলে অনিয়মিত। দূরের শিক্ষকদের নিয়োগ দেওয়ার কারণে এ অবস্থা।”

বিদ্যালয়টির ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাকুজ্জামানও একই অভিযোগ করেন।

তিনি বলেন, “চরাঞ্চলে শহর এলাকার শিক্ষক নিয়োগ করা হচ্ছে। তারা অনেকে সময়মত স্কুলে আসতে পারেন না। এ সমস্যার নিরসনে স্থানীয় শিক্ষকদের নিয়োগ দেওয়া ভাল।”

সমস্যা সমাধানের জন্য সরকার শিগগিরই নতুন শিক্ষক নিয়োগ দেবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।