সিরাজগঞ্জে ঝড়ের মধ্যে ২ জনের মৃত্যু  

সিরাজগঞ্জ সদরে ঝড়ের সময় বজ্রপাতে ও গাছের ডাল ভেঙে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2019, 02:59 PM
Updated : 27 Feb 2019, 02:59 PM

বুধবার বাহুকা ও বঙ্গবন্ধু ইকোপার্ক এলাকায় এ দুটি ঘটনা ঘটে। 

বজ্রপাতে নিহত কলেজ ছাত্র নাঈম হোসেন (১৮) বাহুকা গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ও স্থানীয় বাগবাটি ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

নাঈমের মামাত ভাই রফিকুল ইসলাম জানান, ঝড়ের সময় গ্রামের একটি ধান ক্ষেত পরিচর্যা করছিলেন নাঈমসহ তিনজন। ওই সময় বজ্রপাতে ঘটনাস্থলে নাঈম মারা যান। 

আহত দুইজনকে সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুনেচ্ছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান, বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ইকোপার্কের ভিতরে ঝড়ের মধ্যে পাতা কুড়ানোর সময় গাছের ডাল ভেঙে মারা যান সুফিয়া খাতুন (৫২)।

সুফিয়া সয়দাবাদ ইউনিয়নের সারটিয়া এলাকার আব্দুর রাজ্জাকের স্ত্রী।

ঝড় ও শিলাবৃষ্টির সময় বেশকিছু এলাকায় ঘরবাড়ি-গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে বিদ্যুতের পিলার ও তার ক্ষতিগ্রস্ত হওয়ায় সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে স্থানীয়রা জানিয়ছেন।