মেঘনায় নিখোঁজ: মায়ের পর ছেলেরও লাশ উদ্ধার

মেঘনায় নিখোঁজ মায়ের পর এবার ছেলেরও মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2019, 12:47 PM
Updated : 27 Feb 2019, 12:53 PM

বুধবার বিকালে মুন্সীগঞ্জ সদরের কালিরচর গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে তিন মাস বয়সী মোহাম্মদের মরদেহ পাওয়া যায়।  

এর আগে মঙ্গলবার বিকালে মেঘনা নদী থেকে মা কহিনুর রহমান ইভার (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছিল।

চর আব্দুল্লাহ নৌ-ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, এমভি ইমাম হাসান-২ নামের লঞ্চটি সোমবার বিকালে ঢাকার সদরঘাট থেকে চাঁদপুর যাচ্ছিল। কহিনুর ছেলেকে নিয়ে ওই লঞ্চে করে যাচ্ছিলেন মুন্সীগঞ্জ। কিন্তু লঞ্চ থেকে তিনি মুন্সীগঞ্জ নামতে না পারায় চাঁদপুর এলাকায় চলে যান।

“লঞ্চটি চাঁদপুরের ষাটনল এলাকায় পৌঁছালে কোনোভাবে কহিনুরের কোল থেকে তার ছেলে মোহাম্মদ নদীতে পড়ে যায়। তখন কহিনুর মেঘনায় ঝাঁপ দিলে তিনিও নিখোঁজ হন।”

বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার বিকালে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় কহিনুর রহমান ইভার মরদেহ উদ্ধার করা হয়।

শিশু মোহাম্মদের মরদেহ তার নানা নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বাচ্চু মিয়া জানান।

কহিনুর রহমান ইভা মুন্সীগঞ্জ শহরের শিলমন্দি এলাকার জিয়াউর রহমানের স্ত্রী। জিয়াউর রহমান একটি কোরিয়ান কোম্পানির প্রকৌশলী। স্ত্রী-সন্তান নিয়ে তিনি ঢাকার মোহাম্মদপুরে ভাড়া বাড়িতে থাকতেন।