নারায়ণগঞ্জে বাস-অটো মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জ সদর উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; এছাড়া এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2019, 08:10 AM
Updated : 27 Feb 2019, 08:10 AM

ফতুল্লা থানার এসআই মঈনুল হোসেন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পাগলা এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে হতাহতের এ ঘটনা ঘটে।

নিহতদের নাম আব্দুল আউয়াল (৫০) ও আলী হোসেন (৪৮) বলে জানালেও পুলিশ তাদের বিস্তারিত পরিচয় বলতে পারেনি।

এলাকাবাসী জানান, ঢাকাগামী আনন্দ পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি হলে সংঘর্ষ বাধে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই এর দুই যাত্রী নিহত হন। এছাড়া অটোরিকশার তিন যাত্রী ও বাসচালক আহত হয়েছেন।

আহতরা হলেন জেলার পাগলা পশ্চিমপাড়া এলাকার ভোলানাথ বাড়ৈর ছেলে শুভ বাড়ৈ (৪০), জাজিরা গনি মানিকের কান্দি এলাকার আব্দুল হামিদ মল্লিকের মেয়ে মিম আক্তার (১৮), পাগলা তালতলা এলাকার সেলিম আকন্দের মেয়ে আয়শা আক্তার (১১) ও বাসচালক সোহাগ (২২)।

এসআই মঈনুল বলেন, আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাসসহ চালক সোহাগকে (২২) আটক করেছে পুলিশ। দুইজনের লাশ নারায়ণগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।