রাজশাহীতে পৃথক দুর্ঘটনায় নারীসহ নিহত ২

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে এক নারী এবং বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2019, 09:32 AM
Updated : 26 Feb 2019, 09:33 AM

মঙ্গলবার বেলা ১১টার দিকে জেলার গোদাগাড়ীর সিঅ্যান্ডবি মোড়ে এবং সকাল সাড়ে ১০টার দিকে নগরের মহিষবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন- মহিষবাথান উত্তরপাড়ার সেলিনা বেগম (৫৫) ও গোদাগাড়ী পৌরসভার মারপুরের এন্তাজ আলীর ছেলে লোকমান হোসেন (৬০)।

গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, লোকমান বাসা থেকে বের হয়ে বাইসাইকেল চালিয়ে জমিতে যাচ্ছিলেন। পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস তাকে চাপা দেয়।

“স্থানীয়রা তাকে উদ্ধার করে গোদাগাড়ী উজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এর আগে উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির সামনে ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগমের মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে রাজশাহী জিআরপি থানার ওসি সাইদ ইকবাল জানান।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, “সেলিনা দুইদিন আগে ‘পারিবারিক কলহের জেরে’ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলেন। সকালে  ট্রেন আসতে দেখে তিনি লাইনের উপর মাথা দিয়ে শুয়ে পড়েন।”

পরে জিআরপি থানা পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সেলিনা আত্মহত্যা করেছেন বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।