সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে নিহত ৪

সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়েছেন; যারা বনদস্যু বলে র‌্যাবের ভাষ্য।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2019, 11:41 AM
Updated : 25 Feb 2019, 02:17 PM

র‌্যাব ৮-এর অধিনায়ক আতিকা ইসলাম জানান, সোমবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জে জোংড়া খাল এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাগেরহাটের মংলা উপজেলার নামারচর গ্রামের সোহেল হাওলাদার, রুবেল হাওলাদার, হালিম হাওলাদার ও রাজু। এদের বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে দাকোপ থানায় দুইটি মামলা করেছে।

র‌্যাব কর্মকর্তা আতিকা বলেন, “জোংড়া খাল এলাকায় বনদস্যু আরিফ বাহিনীর সদস্যদের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। তারা র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করলে র‌্যাব পাল্টা গুলি চালায়।

“প্রায় আধাঘণ্টা গোলাগুলির পর বনদস্যুরা পালিয়ে গেলে ওই এলাকায় তল্লাশি চালিয়ে চারজনের গুলিবিদ্ধ লাশ মেলে। সুন্দরবনের জেলেরা তাদের আরিফ বাহিনীর সদস্য বলে শনাক্ত করেন।”

ঘটনাস্থল থেকে ‘বেশ কয়েকটি’ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান জানান র‌্যাব কর্মকর্তা আতিকা ইসলাম।

তিনি বলেন, “আরিফ নামে এক ব্যক্তি সম্প্রতি ১০-১২ জনকে নিয়ে নিজ নামে বাহিনী গঠন করে অপহরণ ও মুক্তিপণ আদায় করে আসছিলেন। গোলাগুলির মধ্যে পড়ে বাহিনীপ্রধান আরিফ ও তার তিন সদস্য নিহত হয়েছেন।”