বেনাপোলে আড়াই কেজি স্বর্ণসহ যুবক আটক

যশোরের বেনাপোলে প্রায় আড়াই কেজি ওজনের স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। ওই স্বর্ণ ভারতে পাচারের চেষ্টা হচ্ছিল বলে বিজিবির ভাষ্য।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2019, 04:27 PM
Updated : 24 Feb 2019, 04:27 PM

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ইমরান উল্লাহ সরকার বলেন, রোববার রাতে বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রামে ওই যুবককে আটক করা হয়েছে।

আটক শামিম হোসেন (৩০) শার্শা উপজেলার বেনাপোলের গাতিপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।

ইমরান উল্লাহ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদ পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে শামিমকে আটক করে।পরে তার দেহ তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার পাওয়া যায়।”

আটক সোনার ওজন ২ কেজি ৪৬৬ গ্রাম, যার বাজার মূল্য এক কোটি ২৩ লাখ ৩০ হাজার টাকা বলে তিনি জানান।

ইমরান বলেন, আটক শামিমের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা ও উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।