ঝিনাইদহে অপহৃত কিশোর উদ্ধার, আটক ২

ঝিনাইদহে অপহরণের পাঁচদিন পর এক কিশোরকে খুলনার দৌলতপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব। আটক করা হয়েছে দুই অপহরণকারীকেও।

ঝিনাইদহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2019, 09:10 AM
Updated : 24 Feb 2019, 09:10 AM

খুলনার ফুলতলার বড়নপাড়া থেকে শনিবার বিকালে তাদের আটক করা হয় বলে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.মাসুদ আলম জানান।

আটকরা হলেন-তানভীর আহমেদ ও আব্দুল্লাহ আল নাজিম।

পরে দৌলতপুর থেকে অপহৃত আশরাফুজ্জামান সিজানকে (১৬) উদ্ধার করা হয়। সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কমলাপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে। 

মাসুদ আলম বলেন, গত ১৯ ফেব্রুয়ারি কোচিং থেকে বাড়ি ফেরার পথে মহেশপুর উপজেলার কমলাপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে আশরাফুজ্জামান সিজানকে অপহরণ করা হয়। অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে সিজানের বাবা চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

“২২ ফেব্রুয়ারি অপহরণকারীরা সিজানের বাবার মোবাইলে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিকাশের মাধ্যমে তাদের ৪৫ হাজার টাকা দেওয়া হয়। পরে ঘটনাটি র‌্যাবকে জানানো হলে মোবাইল ফোন ট্র্যাক করে তানভীর ও নাজিমকে আটক করা হয়।”

পরে তাদের দেওয়া তথ্যে দৌলতপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে সিজানকে তারা উদ্ধার করেন বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

এছাড়া অপহরণকারীদের কাছ থেকে দুটি মোবাইল ফোন এবং দশটি সিম উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।