ছয় ঘণ্টা পর রাজশাহীর পথে ট্রেন চালু

রাজশাহীর চারঘাটে মালগাড়ি লাইনচ্যুত হয়ে ছয় ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ থাকার পর ঢাকা ও খুলনার সঙ্গে ট্রেন চলাচল আবার শুরু হয়েছে।   

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2019, 06:31 AM
Updated : 24 Feb 2019, 06:31 AM

রাজশাহীর সরদহ রেলওয়ে স্টেশনের মাস্টার লুৎফর রহমান জানান, শনিবার রাত ৩টার দিকে চারঘাট উপজেলার হলিদাগাছী স্টেশন এলাকায় পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীগামী ফ্রেইট ট্রেনের একটি ক্যারেজ লাইনচ্যুত হয়।

ফলে তখন থেকেই রাজশাহী থেকে ঢাকা, খুলনাসহ সব রুটের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

লুৎফর রহমান বলেন, রোববার ভোরে ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে। সকাল ৯টার দিকে লাইনচ্যুত ক্যারেজটি সরিয়ে নিলে আবার ট্রেন চলাচল শুরু হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহী স্টেশনের সুপারিনটেনডেন্ট আমজাদ হোসেন জানান, লাইন চালু হওয়ার পর রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি, খুলনাগামী সাগরদাঁড়ি এবং চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়।     

এ দুর্ঘটনার কারণে ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস রাতে নাটোরের আব্দুলপুরে আটকা পড়ে। সেটি বিকালে রাজশাহী থেকে যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে জানান তিনি।