হবিগঞ্জে মাটিচাপায় শ্রমিক নিহত

হবিগঞ্জের গরুর বাজার এলাকায় খোয়াই নদীর চরে মাটিচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও চারজন।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2019, 07:08 AM
Updated : 23 Feb 2019, 07:09 AM

নিহত জনি মিয়া (২৫) সদর উপজেলার রিচি গ্রামের তৈয়ব আলীর ছেলে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

সদর থানার এসআই সাহিদ মিয়া বলেন, জনিসহ পাঁচ-ছয়জন শ্রমিক গরুর বাজার এলাকায় খোয়াই নদীর চরে মাটি তুলছিলেন। মাটি তুলতে তুলতে গর্তের ভেতরে ঢুকে পড়েন তারা। একপর্যায়ে ওপর থেকে মাটি ধসে পড়লে তারা মাটির নিচে চাপা পড়েন।

“স্থানীয় লোকজন গিয়ে তাদের উদ্ধার করার আগেই ঘটনাস্থলে জনি নিহত হন।”

আহত দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে তিনি জানান। এছাড়া আরও দুইজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের চিকিৎসক দেবাশীষ রায় বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাটির নিচে চাপা পড়ার কারণে শ্বাস বন্ধ হয়ে জনির মৃত্যু হয়েছে।”

অন্য দুইজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।