বিএম কলেজের ছাত্র রুবেলের খুনির ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ দাবি

বরিশাল বিএম কলেজের ছাত্র রুবেল মিয়ার হত্যাকারীর ‘দৃষ্টান্তমূলক শাস্তির’ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছেন ঢাকায় বসবাসরত উজিরপুরের বাসিন্দারা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2019, 11:30 AM
Updated : 22 Feb 2019, 11:37 AM

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থীও শুক্রবার এ মানববন্ধনে অংশ নেন।

উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের গিয়াস উদ্দিনের ছেলে রুবেল (২১) বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র ছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে তাকে ছুরি মেরে হত্যা করা হয়।

হত্যাকাণ্ডের পর এলাকাবাসী মেহেদি হাসান রনি নামের এক যুবককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। রনি ঝালকাঠির সদরের পাবলিক লাইব্রেরি এলাকার শওকত আলীর ছেলে।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আবিদ আল হাসান মানবন্ধনে বলেন, “আমরা রুবেলের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি চাই।”

উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহিন মাহমুদ হাওলাদার বলেন, “রুবেলের মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। তার খুনির সর্বোচ্চ শাস্তি দিতে হবে।”