কুমিল্লায় গ্রেপ্তারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কুমিল্লায় গ্রেপ্তারের পর কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার এক আসামি নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Feb 2019, 10:09 AM
Updated : 22 Feb 2019, 11:47 AM

তিতাস থানার ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম জানান, বৃহস্পতিবার গভীর রাতে দড়িকান্দি এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত মো. আল-আমিন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নয়াগাঁও গ্রামের মাঈনুদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

ওসি ইসলাম বলেন, বৃহস্পতিবার সকালে দাউদকান্দির গৌরীপুর বাজারের রিয়াজ ট্রেডের পাঁচ বিকাশ প্রতিনিধি অটোরিকশায় করে হোমনা যাচ্ছিলেন। পথে গৌরীপুর-হোমনা সড়কে দড়িকান্দি সেতু অতিক্রম করার সময় তাদের ৫৮ লাখ টাকা ছিনতাই হয়।

“স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আল-আমিনসহ ছিনতাই চক্রের দুই সদস্যকে ১৫ লাখ টাকাসহ আটক করে পুলিশ।”

রাতে আল-আমিনকে নিয়ে পুলিশ অবশিষ্ট টাকা ও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযানে নামে জানিয়ে তিনি বলেন, “রাত সাড়ে ৩টার দিকে দড়িকান্দি এলাকায় একদল ডাকাত পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আল-আমিনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের গুলিতে আল-আমিন আহত হন। আর পুলিশ গুলি ছুড়লে ডাকাতদল পালিয়ে যায়।”

আহত আল-আমিনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি ইসলাম।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি রিভলবার, একটি এলজি ও পাঁচটি কার্তুজ উদ্ধার করেছে জানিয়ে তিনি বলেন, নিহত আল-আমিনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাইসহ থানায় একাধিক মামলা রয়েছে।