নারায়ণগঞ্জে ১৮ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে দূরপাল্লার একটি বাস থেকে ১৮ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2019, 01:14 PM
Updated : 21 Feb 2019, 03:14 PM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার এ অভিযান চালানো হয় বলে র‌্যাব জানিয়েছে।

গ্রেপ্তাররা হলেন মো. তৈয়ব (৪৫) ও কামাল মিয়া (৩০)। তৈয়বের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার নাজিরপাড়া গ্রামে ও কামাল মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণপুর গ্রামে।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেলা ১২টায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি চেয়ার কোচ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। একটি লোহার তৈরি বাক্সের ভেতর ইয়াবাগুলো রেখে বাক্সটি ঝালাই করে দেওয়া হয়।

র‌্যাব কর্মকর্তা বলেন, তৈয়ব ও কামাল দীর্ঘদিন ধরে সাধারণ রাজমিস্ত্রী সেজে অভিনব কায়দায় লোহার তৈরি ঝালাই করা বাক্সের ভেতরে করে টেকনাফ থেকে ঢাকা ও এর আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছে। রাজমিস্ত্রীর ছদ্মবেশে তারা ইয়াবা কারবারি করে আসছে।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।