বঙ্গোপসাগরে এক লাখ ইয়াবাসহ ১১ রোহিঙ্গা আটক

কক্সবাজার এলাকায় বঙ্গোপসাগরে ট্রলার থেকে এক লাখ ইয়াবাসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে কোস্টগার্ড।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Feb 2019, 09:38 AM
Updated : 21 Feb 2019, 09:38 AM

কোস্টগার্ড টেকনাফ স্টেশনের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার ফয়েজুল ইসলাম মণ্ডল জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সেন্টমার্টিন দ্বীপ উপকূলের কাছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়।

আটক রোহিঙ্গারা উখিয়া ও টেকনাফের কোনো শরণার্থী শিবিরের বাসিন্দা নয় জানিয়ে তিনি বলেন, “তারা মাছ ধরার ট্রলার নিয়ে সরাসরি মিয়ানমার থেকে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করেন। তবে তাদের পরিচয় এখনও জানা যায়নি।

“সকালে কোস্টগার্ডের একটি টহল দল মিয়ানমারের দিক থেকে আসা ট্রলারটি দেখতে পায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার সংকেত দেয় কোস্টগার্ড। কিন্তু ট্রলারটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কোস্টগার্ড তাদের ধাওয়া দিয়ে আটক করে। ট্রলারে তল্লাশি চালালে এক লাখ ইয়াবা মেলে।”

এ সময় ১১ রোহিঙ্গাকে আটকসহ ট্রলারটি জব্দ করে মামলার পর টেকনাফ থানায় দেওয়া হয় বলে তিনি জানান।