নীলফামারী সদরের চেয়ারম্যান শাহিদ মাহমুদ

প্রথম দফায় অনুষ্ঠেয় নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের শাহিদ মাহমুদ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 03:29 PM
Updated : 20 Feb 2019, 03:29 PM

বুধবার রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক আজাহারুল ইসলাম শাহিদ মাহমুদকে নির্বাচিত ঘোষণা দেন।

মঙ্গলবার ছিল মনোনয়নপত্র প্রত্যাহার এবং বুধবার ছিল প্রতীক বরাদ্দের দিন।

আজহারুল ইসলাম বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিদ মাহমুদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

গত ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের শাহিদ মাহমুদ, এনপিপির ফয়েজ আহমেদ ও স্বতন্ত্র সাদিক হোসেন নয়ন মনোনয়নপত্র দাখিল করেন।

১২ ফেব্রুয়ারি শাহিদ মাহমুদ ও ফয়েজ আহমেদের মনয়োনপত্র বৈধ এবং স্বতন্ত্র প্রার্থী সাদিক হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

প্রার্থিতা ফিরে পেতে ওইদিই  জেলা প্রশাসক ও আপিল কর্তৃপক্ষ বরাবর আবেদন করেন সাদিক হোসেন নয়ন।

গত ১৪ ফেব্রুয়ারি ওই আপিলের শুনানিতে উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দেওয়া রায় বহাল রেখে সাদিক হোসেন নয়নের আপিল খারিজ করে দেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

গত ১৮ ফেব্রুয়ারি ফয়েজ আহমেদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলে শাহিদ মাহমুদ একক প্রার্থী হয়ে যান।  

এখন চেয়ারম্যান পদে আর নির্বাচন হবে না। তবে ভাইস চেয়ারম্যান পদে ছয়জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আগামী ১০ মার্চ ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদের নির্বাচনের ভোট হবে।