হবিগঞ্জে কাছুম আলী হত্যায় ২ জনের যাবজ্জীবন

হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষক কাছুম আলী হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

হবিগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 02:50 PM
Updated : 20 Feb 2019, 02:50 PM

এছাড়াও ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ডের আদেশ দেয়া হয়।

বুধবার হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ রায় দেন।

এছাড়া তাদের ১০ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে, যা অনাদায়ে আরও দুই বছর করে কারাভোগ করতে হবে।

দণ্ডিতরা হলেন সুকিতপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আজিজুল হক (৩০) ও একই এলাকার হারুন মিয়া (৫৫)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর কাজী কামাল আহমেদ বলেন, ২০১৫ সালের ৭ মার্চ দুপুরে সুকিতপুর এলাকার হাওরে জমিতে কাছুম আলী তার দুই মেয়েকে নিয়ে কাজ করছিলেন। এ সময় আসামিরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তার উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে।

দুদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

১৫ মার্চ নিহতের স্ত্রী ১৫ জনকে আসামি করে লাখাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ১৭ অগাস্ট লাখাই থানার তৎকালীন ওসি মোজাম্মেল হক ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

মামলার অপর ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে।

এরা হলেন একই গ্রামের রমজান মিয়া, আয়াত আলী, এমদাদুল হক, সাইফুল ইসলাম, আমিন মিয়া, জাকারিয়া মিয়া, শাফুজুল মিয়া প্রকাশ ছাবু, মারুফ মিয়া চৌধুরী, হিরা মিয়া চৌধুরী, আইজুল মিয়া চৌধুরী, ফাইজুল মিয়া চৌধুরী, জাফরান মিয়া চৌধুরী ও আলমাছ মিয়া চৌধুরী।