গাজীপুরে মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

গাজীপুরে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধ মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 08:52 AM
Updated : 20 Feb 2019, 08:52 AM

তবে পুলিশ গিয়ে তাকে ঘর বুঝিয়ে দিয়েছে। আর ছেলেরা এমন আচরণ করবে না বলে মুচলেকা দিয়েছে।

জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য নাসির উদ্দিন বলেন, কিছুদিন আগে তালতলী গ্রামে নাজিম উদ্দিন নামে এক ব্যক্তির মৃত্যু হয়। তার স্ত্রী জায়েদা খাতুন ছেলেদের সঙ্গে থাকতেন।

“সম্প্রতি ছেলে খোকা মিয়া ও খোরশেদ আলম সম্পত্তি লিখে দেওয়ার জন্য মাকে চাপ দেন। মা রাজি না হওয়ায় শনিবার তাকে তার ঘর থেকে বের করে ঘরটি তালা দিয়ে রাখেন দুই ছেলে। খবর পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ এসে তালা ভেঙে মাকে ঘরে তুলে দেয়।”

শ্রীপুর থানার এসআই জাকির হোসেন জানান, মাকে ঘরে তুলে দেওয়ার পর ছেলেরা মুচলেকা দিয়েছেন তারা আর কখনও এমন আচরণ করবেন না।

এ ঘটনায় ছেলেদের প্রতি মায়ের অভিযোগ না থাকায় পুলিশ কাউকে আটক করেনি বলে তিনি জানান।