কক্সবাজারে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা নিহত

কক্সবাজারে ইয়াবা পাচারের অভিযোগে আটক এক রোহিঙ্গা বিজিবির অভিযানের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 06:34 AM
Updated : 20 Feb 2019, 06:51 AM

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আছাদুদ-জামান চৌধুরী জানান, বুধবার ভোরে টেকনাফ উপজেলার সাবরাং ৫ নম্বর স্লুইচ গেট এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত জাফর আলম উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া মুচনী রোহিঙ্গা শরণার্থী শিবিরে থাকতেন।

বিজিবি কর্মকর্তা আছাদুদ-জামান বলেন, “ইয়াবা পাচারে জড়িত অভিযোগে মঙ্গলবার রাতে নয়াপাড়া থেকে জাফরকে গ্রেপ্তার করে বিজিবি। জিজ্ঞাসাবাদে জাফর ইয়াবা পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেন।

“ভোরে তাকে নিয়ে বিজিবি অভিযানে যায়। এ সময় নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের দিক থেকে আসা কিছু সন্দেহজনক লোকজনকে বিজিবি থামার সংকেত দেয়। কিন্তু তারা বিজিবি সদস্যদের দিকে গুলি ছোড়ে। বিজিবি পাল্টা গুলি চালালে জাফর আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনাস্থল থেকে একটি বন্দুক, পাঁচটি গুলি ও পাঁচ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, গোলাগুলিতে বিজিবির দুই সদস্য আহত হয়েছেন।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো।