আত্মসমর্পণকারী ১০ ইয়াবা কারবারির জামিন নাকচ

সম্প্রতি আত্মসমর্পণকারী ১০২ জন ইয়াবা চোরাকারবারির মধ্যে আব্দুর রহমান বদির এক ভাইসহ দশ জনের জামিন আবেদন নাকচ করেছে কক্সবাজারের একটি আদালত।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2019, 03:30 PM
Updated : 19 Feb 2019, 03:30 PM

মঙ্গলবার কক্সবাজারের টেকনাফের আমলী আদালতের বিচারিক হাকিম জেরিন খান এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের ওসি কাজী দিদারুল আলম।

এ ১০ জনের মধ্যে উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাই আব্দুর শুক্কুরের নাম থাকার কথা জানা গেলেও অন্যদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।

ওসি দিদারুল বলেন, “আত্মসমর্পণকারী ১০২ ইয়াবা ব্যবসায়ীর মধ্যে আব্দুর শুক্কুরসহ ১০ জন আদালতে জামিন আবেদন জানিয়েছিলেন। বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে রাখার আদেশ দিয়েছেন।”

আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন জানালেও তারা আদালতে উপস্থিত ছিলেন না বলে জানান ওসি দিদারুল।

গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারীর উপস্থিতিতে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কক্সবাজারের ১ হাজার ১৫১ জন তালিকাভুক্ত এবং শীর্ষ চিহ্নিত ৭৩ জনের মধ্যে ১০২ জন আত্মসমর্পণ করেছেন।

এদের মধ্যে গত বছর সরকারের তৈরি সর্বশেষ তালিকার ১ নম্বরে শীর্ষ গডফাদার হিসেবে চিহ্নিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির চার ভাইসহ ৮ জন নিকট আত্মীয় রয়েছেন। তবে বদি আত্মসমর্পণ করেননি।

সাবেক এই সাংসদ ইয়াবা পাচারে জড়িত থাকার বিষটি বরাবরই অস্বীকার করে আসছেন।